Wednesday, September 17, 2008

আত্মা


মানুষের বসবাস আত্মা এবং দেহের মধ্যে । দেহ এবং আত্মা একটি দেহ এবং অন্যটি আত্মা । মানুষ কিছুক্ষনের বা কিছুদিনের অথবা কিছু সময়ের জন্য এ পৃথিবীতে আসে। ভাল আত্মার অধিকারীগণ ভাল কাজ করেন আর খারাপ আত্মার অধিকারীগণ খারাপ কাজ করেন।অনেকে কাজ করার আগে ভাবে এক রকম , করে ফেলে অন্য রকম। আর এ হলো আমাদের অবস্থা । আমরা ভাবী এক রকম করি অন্য রকম। এখন প্রশ্ন আসে ।

আত্মা কি?

আত্মা হলো আধ্যাত্মিক সত্তা যা দেহ থেকে ভিন্ন এবং বিশ্ব আত্মা থেকে বিশেষ আকারে দেহে কিছুকালের জন্য আসে এবং তাতে যাবতীয় কর্মকান্ডে শক্তি জোগায়।
এটি সকল মানসিক ঘটনার জন্য দায়ী। আত্মার এই সংঙ্গা অনুযায়ী
আত্মার নিম্নোক্ত বৈশিষ্ট্য পাওয়া যায়-

১) আত্মা একটি আধ্যাত্মিক সত্তা
২)আত্মা দেহ থেকে স্বতন্ত্র সত্তা হিসাবে আত্মা প্রকাশ করে।
৩)আত্মা বিশ্বাত্মা থেকে দেহে কিছুদিনের জন্য আসে।
৪)সকল দৈহিক ও মানসিক কাজের শক্তি আত্মা
৫)আত্মা বিকশিত হয় বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে।
৬) আত্মা অমর।

যে তার আত্মাকে চিনতে পেরেছে সে তার রব সম্বন্ধে ঞ্জান লাভ করেছে।
আত্মা সম্পর্কে ইবনে সিনার আত্মাতত্ত্বটি যথেষ্ট :
মহান দার্শনিক ইবনে সিনার দার্শনিক চিন্তাধারা দুটো বস্তুকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
একটি দেহ, অন্যটি আত্মা।
আত্মার স্বরুপ নির্ধারণে ও তার সমস্যা সমাধানকল্পে তিনি আশ্রয় নিয়েছিলেন দর্শন ও মনোবিজ্ঞানের।
ইবনে সিনা মূলত মনস্তাত্ত্বিক ব্যাখ্যার মাধ্যমে আত্মার বিশ্লেষন করেন। ইবনে সিনা আত্মা সর্ম্পকে বলেন আত্মা হলো ইন্দ্রিয় জ্ঞান বা ইন্দ্রিয় শক্তি সমূহের সমষ্টি।
আত্মার ব্যাখ্যায় ইবনে সিনা শক্তির গতিময়তাকেই বুঝিয়েছেন।
পরে আরো আত্মা সম্পর্কে জানতে পারবেন।